Engr. Md. Nijam Uddin
Founder, Chairman & Chief Trainer
01827590464

ইঞ্জিনিয়ার মোঃ নিজামুদ্দীন

ইঞ্জিনিয়ার মোঃ নিজামুদ্দীন ১৯৮৯ সালের ০১ ফেব্রুয়ারী নোয়াখালী জেলার সেনবাগ থানার ঢালুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ ইবাদুল হক ও মাতা নুরুন নাহার। তিনি স্থানীয় গাজীর হাট উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর আলিম মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। ফেনী বিশ্ববিদ্যালয়  থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চতর পড়াশোনার জন্য স্কলারশিপে ইংল্যান্ডের খ্যতনামা প্রতিষ্ঠান জিজিএসকে কলেজ ইউকে থেকে সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি (সিআইটি) বিষয়ে কোর্স সম্পন্ন করেন। তিনি ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে শিক্ষকতা জীবনের শুরু করেন। বর্তমানে তিনি আফজল খান কারিগরি ও কমার্স কলেজ, কুমিল্লাতে সিনিয়র প্রভাষক (আইসিটি) বিষয়ে কর্মরত। তিনি আন্তরিকভাবে শিক্ষকতার মত মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করেন। ২০১৭ সালে এটুআই প্রোগ্রাম ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় সেরা ১৫ এর মধ্যে ১৩ তম স্থান অর্জন করেন। একই বছর তিনি শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা ও আইসিটি ফর-ই জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে নির্বাচিত হন। ২০২৩ সালে তিনি সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট (MIEE), MIE Expert এর স্বীকৃতি লাভ করেন। তিনি বাংলাদেশ সরকারের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের তত্বাবধায়নে পরিচালিত মুক্তপাঠের অনলাইন কোর্সের স্ক্রীপ্ট তৈরী ও ভিডিও টিউটোরিয়াল, ভূমি মন্ত্রণালয় ই-নামজারি বিষয়ক ভিডিও টিউটোরিয়াল তৈরী করেছেন। কোভিড কালীন সময়ে শিক্ষায় অসামান্য অবদানের জন্য তিনি সরকারি বেসরকারি পর্যায়ে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। সৃজনশীল প্রকাশনা  হিসেবে তার একাধিক আন্তর্জাতিক উচ্চতর গবেষণা রয়েছে। তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক একাধিক বই, নিবন্ধ ও প্রবন্ধ লিখেছেন। শিক্ষায় অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২৩ সালে তিনি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) সম্মাননা অর্জন করেন এবং একই বছর বিশ্ব শিক্ষক দিবসে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক “গুণী শিক্ষক সম্মাননা পদক ” অর্জন করেন।