OUR MISSION
OUR MISSION BLOGS
Developing Skilled, Smart, and Global IT Professionals
বাংলা সংস্করণ:
MultiTech IT Institute (MIT) এর মিশন হলো —
- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হালনাগাদ ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান।
- শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদেরকে ২১ শতকের ডিজিটাল ও ফ্রিল্যান্সিং দক্ষতায় প্রশিক্ষিত করা।
- দেশের বেকার যুব সমাজকে চাকরি, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে যুক্ত করা।
- অনলাইন, অফলাইন ও রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার সুযোগ নিশ্চিত করা।
- শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে কুমিল্লাকে একটি শক্তিশালী আইটি হাবে পরিণত করা।