OUR MISSION

OUR MISSION BLOGS

Developing Skilled, Smart, and Global IT Professionals

বাংলা সংস্করণ:
MultiTech IT Institute (MIT) এর মিশন হলো —

  1. জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হালনাগাদ ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান
  2. শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদেরকে ২১ শতকের ডিজিটাল ফ্রিল্যান্সিং দক্ষতায় প্রশিক্ষিত করা।
  3. দেশের বেকার যুব সমাজকে চাকরি, ফ্রিল্যান্সিং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে যুক্ত করা।
  4. অনলাইন, অফলাইন রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার সুযোগ নিশ্চিত করা।
  5. শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবনের সমন্বয়ে কুমিল্লাকে একটি শক্তিশালী আইটি হাবে পরিণত করা।