
MultiTech IT Institute (MIT), কুমিল্লা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের যাত্রায় তথ্যপ্রযুক্তি হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আধুনিক বিশ্বের প্রতিটি ক্ষেত্রে আইটি জ্ঞান অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, ব্যবসা, চাকরি, গবেষণা—সবকিছুতেই প্রযুক্তি নির্ভর দক্ষতার গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে।
MultiTech IT Institute (MIT) শিক্ষার্থীদের সেই প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করতে কাজ করছে। আমাদের কোর্সসমূহ আন্তর্জাতিক মানসম্পন্ন এবং ব্যবহারিক প্রশিক্ষণভিত্তিক, যাতে একজন শিক্ষার্থী সহজেই পেশাগত জীবন শুরু করতে পারে। আমরা শুধু সফটওয়্যার বা হার্ডওয়্যার শিক্ষা দিচ্ছি না, বরং প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও কর্মক্ষম করে তুলতে সচেষ্ট।
আমার বিশ্বাস, MIT শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনন্য ভূমিকা রাখবে এবং জাতীয় পর্যায়ে একটি মডেল আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আপনাদের সবাইকে MultiTech IT Institute (MIT)-এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
শুভেচ্ছান্তে,
বোরহান উদ্দিন
ম্যানেজিং ডিরেক্টর
মাল্টিটেক আইটি ইন্সটিটিউট-এমআইটি, কুমিল্লা