INSTITUTE BACKGROUND
INSTITUTE BACKGROUND
ENGLISH VERSION
MultiTech IT Institute (MIT) is a modern and smart ICT training institute located at Ishak-Sufia Monjil, near Shikkha Board Govt. Model College, RAB Office Road, Uttar Shaktala, Cumilla.
Founded by Engr. Md. Nijam Uddin, a nationally recognized ICT educator and National Best Teacher (Technical) 2023, MIT started its journey with a vision to build a generation of skilled, creative, and globally employable IT professionals.
MIT offers NSDA-aligned, competency-based training programs designed to meet the needs of the national and international job markets. With both online and offline learning facilities, MIT ensures accessibility for students across Bangladesh — including residential training options for students coming from other districts.
The institute combines academic excellence, hands-on practice, and career-focused mentorship to empower youth through smart, job-ready IT education. With expert trainers, modern labs, and AI-assisted learning support, MIT is rapidly becoming a center of excellence for technical education in Cumilla.
BANGLA VERSION
MultiTech IT Institute (MIT) কুমিল্লা শহরের সহজগম্য স্থানে — ইসহাক সুফিয়া মঞ্জিল, শিক্ষা বোর্ড গভঃ মডেল কলেজ সংলগ্ন, র্যাব অফিস রোড, উত্তর শাকতলা, কুমিল্লা — অবস্থিত একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর আইটি প্রশিক্ষণ কেন্দ্র।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নিজামুদ্দীন, যিনি জাতীয়ভাবে স্বীকৃত একজন শ্রেষ্ঠ আইসিটি শিক্ষক এবং জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) স্বর্ণপদকপ্রাপ্ত (২০২৩, শিক্ষা মন্ত্রণালয়)।
MIT প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো দক্ষ, উদ্ভাবনী ও কর্মমুখী তরুণ প্রজন্ম গড়ে তোলা, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইটি খাতে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
প্রতিষ্ঠানটি NSDA (National Skills Development Authority)–এর কারিকুলাম অনুযায়ী ব্যবহারিক ও চাকরিমুখী প্রশিক্ষণ প্রদান করে থাকে।
এখানে রয়েছে —
- Online ও Offline দুই মাধ্যমেই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ,
- দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা ও ক্যারিয়ার সহায়তা,
- এবং অভিজ্ঞ, সার্টিফায়েড প্রশিক্ষক দলের মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রশিক্ষণ।